ভিডিও

পাঁচবিবিতে আকারে ছোট ইট প্রস্তুত করায় ইটভাটায় জরিমানা

প্রকাশিত: ফেব্রুয়ারি ১১, ২০২৪, ১০:২২ রাত
আপডেট: ফেব্রুয়ারি ১১, ২০২৪, ১০:২২ রাত
আমাদেরকে ফলো করুন

বাগজানা (জয়পুরহাট) প্রতিনিধি : পাঁচবিবি উপজেলায় আকারে ছোট ইট প্রস্তুত ও লাইসেন্স রয়েছে বলে মিথ্যা তথ্য প্রদান করার অপরাধে মেসার্স লিটন ব্রিকস নামের একটি ইটভাটাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এটি বাগজানা ইউনিয়নের ভীমপুরে অবস্থিত। আজ রোববার (১১ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টায় উপজেলার বিভিন্ন এলাকায় উপজেলা প্রশাসন ও বিএসটিআই রাজশাহী যৌথভাবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে এ জরিমানা করে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) মারুফ আফজাল রাজন।

লিটন ব্রিকসকে আগামী ৭ দিনের মধ্যে লাইসেন্স গ্রহণের পরামর্শ ও সঠিক সাইজে ইট প্রস্তুত করার নির্দেশ দিয়েছেন আদালত। জনস্বার্থে বিএসটিআই এর অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS